শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফুটপাতে হালিম বিক্রেতার ছেলে হলেন বিচারপতি, ভাসছেন প্রশংসায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে হঠাৎই ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন সাধারণ এক যুবক। আর জানা গেল, মো. কাশিম নামে ওই যুবকের বাবা ফুটপাতে হালিম বিক্রি করেন। হাজারো অভাব-অনটন মোকাবিলা করে তারই ছেলে অর্থাৎ কাশিম নিয়োগ পেয়েছেন বিচারপতি হিসেবে। এমন অর্জনে তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সবাই।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের (ইউপি) সাম্ভালে সড়কের পাশে হালিমের দোকান মো. কাশিমের বাবার। তবে অভাব বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বিচারক হওয়ার জন্য ইউপির প্রাদেশিক সিভিল সার্ভিস-জুডিশিয়াল (পিসিএস-জে) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কাশিম। 

গেল ৩০ আগস্ট ফল প্রকাশের পর জানা যায়, পিসিএস-জে পরীক্ষায় ১৩৫তম স্থান অর্জন করেছেন মো. কাশিম। তার বেশ কয়েকজন বন্ধু এক্স-এ (সাবেক টুইটার) অভিনন্দন বার্তা পোস্ট করেছেন। তাদের মধ্যে যারা এরইমধ্যে বিচার বিভাগীয় চাকরিতে রয়েছেন, তার স্বাগত জানিয়েছেন কাশিমকে।

মো. কাসিম বিএ এলএলবি করেছেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এলএলএম সম্পন্ন করেন তিনি। 

মো. কাসিম তার সফলতার কৃতিত্ব দিয়েছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এছাড়াও বলেছেন, ‘আমার মা পেছন থেকে সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। তিনি কোনো পরিস্থিতিতেই আমাকে স্কুল ছাড়তে দেননি।’ 

আর.এইচ 

বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন